পেল গামছা, খেল শরবত
কুষ্টিয়ায় মহান মে দিবসে দুই শতাধিক শ্রমিকদের মাঝে গামছা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে তীব্র এই গরমে শরবত খাওয়ানো হয়েছে।
বুধবার (০১ মে) দুপুরে শহরের মজমপুর গেট থেকে শুরু হয়ে এনএস রোডের বিভিন্ন স্থানে শরবত খাওয়ানো ও গামছা বিতরণ করা হয়।
কুষ্টিয়া এপেক্সিয়ান সার্ভিসের উদ্যোগে শ্রমিকদের শুভেচ্ছা জানাতেই এ আয়োজন করা হয়।
শরবত খাওয়ানো ও গামছা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান সার্ভিসের সভাপতি খন্দকার আব্দুল মজিদ, সেক্রেটারি কামাল, সার্ভিস ডাইরেক্টর রমেশ চ্যাটার্জি ঠাকুর, পি পি হাজি ইয়ার আলি, মোহাম্মদ ইয়ারুল ইসলাম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ খোরশেদ সুমন রজব মিয়া।
প্রচণ্ড এই গরমের মধ্যে কুষ্টিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা মে দিবস উদযাপন করতে র্যালি ও সমাবেশে যোগ দেয়। আগত এসব শ্রমিকসহ রিকশা-ভ্যান ইজিবাইক চালকদের মাঝে গামছা বিতরণ ও শরবত খাওয়ানো হয়।
এপেক্সিয়ান সার্ভিসের ডাইরেক্টর রমেশ চ্যাটার্জি ঠাকুর বলেন, ‘কুষ্টিয়া শহরে মে দিবসে বিভিন্ন শ্রমিকদের আগমন ঘটে। পড়ন্ত দুপুরে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই এবং তাদের পাশে দাঁড়াতে আমরা এ উদ্যোগ নিয়েছি।’