মসজিদের হিসাবের জেরে সংঘর্ষ, মুসল্লির মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ফকিরপাড়া জামে মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষে একজন মারা গেছেন। শুক্রবার (২৬ এপ্রিল) জুমার নামাজ শেষে ওই মসজিদে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল করিম মুন্সি (৬৫)। নিহত আব্দুল করিম ফকিরপাড়া গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, জুমার নামাজ শেষে মসজিদ কমিটির সভাপতি আনিছুর রহমানের কাছে মুসল্লিরা ফান্ডের টাকার হিসাব চান। এ নিয়ে বাকবিতণ্ডা বাধে এবং তা হাতাহাতি পর্যায়ে পৌঁছায়। এ সময় আনিছুর রহমানের ঘুষিতে আব্দুল করিম মুন্সি ঘটনাস্থলেই মারা যান।

সাঘাটা থানার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোখলেচুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাতে মামলা হয়েছে।