কুষ্টিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরি করায় জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জরিমানা করা সেই দই ব্যবসায়ী, ছবি: বার্তা২৪.কম

জরিমানা করা সেই দই ব্যবসায়ী, ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরি করার অপরাধে শ্যামল কুমার ঘোষ নামের এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের একটি আভিযানিক দল।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে শহরতলীর বিসিক কুমারগাড়া ঘোষপাড়া এলাকায় র‍্যাব এই অভিযান চালায়।

বিজ্ঞাপন

এ সময় শ্যামল কুমার শ্যাম ঘোষের বাড়িতেই অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে দই তৈরি হচ্ছিল। তার বাড়িতে অনেক দই মজুদ ছিল।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৫৩ ধারা মোতাবেক প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা আদায় করে।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতিম শীল ও সহকারী কমিশনার রিজু তামান্না।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দীর্ঘদিন ধরে বাড়ির আঙিনায় নোংরা পরিবেশে ভেজাল দই তৈরি ও মজুদ করে আসছিল। বিকেলে র‍্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে সেখানে কর্মকর্তা কর্মরত কর্মকর্তারা পালিয়ে যায়। এ সময় সেখানে খাবার অযোগ্য রঙ ও কেমিক্যালসহ দই মিষ্টি তৈরির বিভিন্ন উপকরণ ধ্বংস করা হয়।