রোগীকে ইসিজি করার নামে ধর্ষণের চেষ্টা
কুষ্টিয়া শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এক নারী রোগীকে ইসিজি করার নাম করে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরিফ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল গেটের সামনে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত আরিফ উক্ত হাসপাতালের ইসিজি রুমের দায়িত্বে কর্মরত এবং সদর উপজেলার রহিমপুর এলাকার জাকির হোসেনের ছেলে।
দুই সন্তানের মা ভুক্তভোগী নারী জানান, বুকে ব্যথার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন তিনি। পরে হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে আরিফের খপ্পরে পড়েন তিনি। আরিফ তাকে ইসিজি করার নাম করে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। এক পর্যায়ে ইসিজি করার সময় তাকে ধর্ষণের চেষ্টা করে আরিফ। এ সময় তিনি চিৎকার করলে আরিফ পালিয়ে যায়। পরে বিষয়টি কুষ্টিয়া মডেল থানা পুলিশকে জানানো হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, অভিযুক্ত আরিফকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আরিফকে জেল-হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।