গগণ হরকরা’র ভাস্কর্য মানুষকে মুগ্ধ করে
রত্নভাণ্ডার কুষ্টিয়ার অমূল্য এক রতনের নাম গগণ হরকরা। ডাকঘরের সামান্য কর্মচারী হয়েও দৃষ্টি কাড়তে পেরেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের।
শুধু দৃষ্টি আকর্ষণই নয়, প্রভাবিতও করেছিলেন কবিগুরুকে। সান্নিধ্য পেয়েছিলেন মহামতি লালন সাঁইজির।
সেই মহান ব্যক্তিত্ব গগণ হরকরার একটি ভাস্কর্য স্থাপন করেছে কুষ্টিয়া শহরের নিশান মোড়ে।
কালজয়ী এই মানুষের ভাস্কর্য স্থাপনকে প্রশংসায় ভাসিয়েছেন স্থানীয়রা।
গগন হরকরার কাছ থেকে গানের দীক্ষা নিয়েছিলেন তা জানা সম্ভব হয়নি, তবে গগন লালনের গানের খুব ভক্ত ছিলেন। লালনও গগনের গান এবং গগনের সান্নিধ্য খুব পছন্দ করতেন।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গগনের কাছে গগন ও লালনের গান শুনতেন।
গগনের গান ‘আমি কোথায় পাব তারের’ সুরে প্রভাবিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ এর জাতীয় সংগীত লিখেছিলেন।
রবীন্দ্রনাথ ঠাকুর ডাকঘর নাটকটি গগন হরকরার জীবন থেকে প্রভাবিত হয়ে লিখেছিলেন নাটকের গগেন্দ্রনাথ ঠাকুর চরিত্রটি তা প্রমাণ করে।
গগন হরকরা আনুমানিক ১৮৪৫ খ্রিঃ কুমারখালীর শিলাইদহের কসবা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা-মাতা সম্বন্ধে তেমন কোনো তথ্য জানা সম্ভব হয়নি তবে তার একটি ছেলের নাম কিরণ চন্দ্র ছিল বলে জানা যায়।
গগন প্রথমে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন পাশাপাশি তৎকালীন শিলাইদহের ডাক ঘরের ডাক হরকরা’র চাকরি করতেন।
কুষ্টিয়া পৌরসভার তত্ত্বাবধানে বিভিন্ন মোড়ে মোড়ে এসব ভাস্কর্য নির্মাণ করেছেন পৌর মেয়র আনোয়ার আলী।
শহর পরিকল্পনাবিদ রানভির আহমেদ জানান, শহরের সৌন্দর্য বাড়ানোর জন্য এবং এ জেলার গুণী কৃতি মানুষের স্মৃতি সংরক্ষণের জন্য শহরের বিভিন্ন মোড়ে মোড়ে এসব ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।