কুষ্টিয়ায় এনএসআই’র ভুয়া পরিচালক আটক
কুষ্টিয়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া এক সহকারী পরিচালককে (এডি) আটক করেছে মিরপুর থানা পুলিশ। তার নাম সুমন আহম্মেদ (৩৫)। তিনি নাটোর জেলার বাড়াদীপাড়া উপজেলার রহিমানপুর এলাকার লিয়াকত আলীর ছেলে।
রবিবার (৭ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা মুক্তিযোদ্ধা অফিস থেকে তাকে আটক করা হয়।
মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার নজরুল করীম বলেন, আমাকে সকাল সাড়ে ১১টার দিকে ফোন দিয়ে সুমন আহম্মেদ নামে এক ব্যক্তি নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে অফিসে ডেকে নেয়। পরে মুক্তিযোদ্ধাদের তথ্যসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র দেখতে চান তিনি। তার কথাবার্তায় সন্দেহ হলে আমি কুষ্টিয়া এনএসআই অফিসে ফোন দিয়ে জানতে পারি তিনি ভুয়া এনএসআই কর্মকর্তা। পরে আমি থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আটক সুমন মাহমুদের কাছ থেকে এনএসআই-এর আইডি কার্ড, খেলনা পিস্তল এবং ৫০ হাজার টাকা, বিভিন্ন সরকারী দপ্তরের সিল উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলা হয়েছে।