নড়াইলে ঘুড়ি উৎসব

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নড়াইল, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নড়াইলে ঘুড়ি উৎসব। ছবি: বার্তা২৪.কম

নড়াইলে ঘুড়ি উৎসব। ছবি: বার্তা২৪.কম

নড়াইল সদর উপজেলার মধ্যপাড়ার বিলে ঘুড়ি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৬ এপ্রিল) বিকেলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের সিমাখালি যুব সংঘের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পলাশ মোল্যা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান। পরে নড়াইল কালনা সড়কের মালিবাগ মোড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় জেলা প্রশাসক আঞ্জুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান নিলুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম হয়েছেন জায়াদ ও ওহিদ, দ্বিতীয় হয়েছেন জিহাদ এবং তৃতীয় হয়েছেন সাইফুল ইসলাম।

জেলার বিভিন্নস্থান থেকে চিলে, কোয়াড়ে, জের, মানুষ, পতেংসহ প্রায় ৫০ প্রকার ঘুড়ি নিয়ে প্রতিযোগীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।