কুষ্টিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে পারিবারিক কলহের জের ধরে ভাতিজার ছুরির আঘাতে ভাষা শেখ (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে পোড়াদহ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে এ হত্যার ঘটনা ঘটে। নিহত ভাষা শেখ পোড়াদহ এলাকার আব্দুল গণি শেখের ছেলে। পোড়াদহ বাজারে তার একটি চায়ের দোকান রয়েছে।
স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জের ধরে রাত ৯টার দিকে ভাষা ও তার ভাতিজা বাদশার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাদশা তার চাচা ভাষাকে
ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা ভাষাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত বাদশাকে আটক করার চেষ্টা চলছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।