পানি ভেবে এসিড পানে যুবকের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মেহেরপুর, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

অমিত কুমার, ছবি: বার্তা২৪

অমিত কুমার, ছবি: বার্তা২৪

মেহেরপুরের গাংনী শহরে এসিড পানে অমিত কুমার (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) সকালে পানি ভেবে এসিড পান করেন তিনি। এরপর দুপুরে তার মৃত্যু হয়। সে গাংনী শহরের নাজ জুয়েলার্সের স্বর্ণ কারিগর। তার বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নানবার গ্রামে।

বিজ্ঞাপন

অমিতের ওষুধ সেবন ও মৃত্যুরকোলে ঢলে পড়ার দৃশ্য জুয়েলার্সের সিসি ক্যামেরায় ধারণ হয়।

জানা গেছে, প্রতিদিনের মতো সকালে অমিত কুমার নাজ জুয়েলার্সের কারখানায় গয়না তৈরির কাজের জন্য উপস্থিত হন। শারীরিক অসুবিধার জন্য নিয়মিত ওষুধ সেবন করেন তিনি। বোতলে রাখা এসিড পানি ভেবে পান করে অমিত। এসিড পানের কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

বিজ্ঞাপন

তার সহকর্মীরা তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসা শুরু হলেও তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এখান থেকে দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।