বগুড়ায় বিএনপির ঘাঁটিতে জায়গা করে নিচ্ছে আ.লীগ
ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, ‘বগুড়ায় বিএনপিতে ফাটল ধরেছে। আর এ কারণে বিএনপির ঘাঁটি বগুড়ায় আস্তে আস্তে জায়গা করে নিচ্ছে আওয়ামী লীগ। গোপালগঞ্জে আওয়ামী লীগের যে অবস্থা রয়েছে, বগুড়ায় বিএনপির সেই অবস্থা ফিরিয়ে আনতে হবে।’
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে বগুড়া জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বলু আরও বলেন, ‘খালেদা জিয়া সুশাসনের কারণে জনপ্রিয় নেত্রী। আর এ কারণেই তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে। বেগম জিয়া সুচিকিৎসা পাচ্ছেন না। তার সুচিকিৎসা জরুরি হয়ে পড়েছে।’
প্রতিনিধি সভায় প্রধান বক্তা বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে বগুড়া জেলা বিএনপির কাউন্সিল করা হবে। এ জন্য আজকের এই প্রতিনিধি সভার আয়োজন। গত ১২ বছর ধরে যারা রাজপথে আন্দোলন করেছেন, পুলিশের নির্যাতন সহ্য করেছেন, কারাভোগ করেছেন সেই নেতারাই জেলা কমিটিতে স্থান পাবেন।’
বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে শহরের নবাববাড়ি সড়কে টিএমএসএস মহিলা মার্কেটের হল রুমে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য এএইচ এন ওবাইদুর রহমান চন্দন।