শিলাবৃষ্টিতে আমের গুটি-কলা-কচুর ব্যাপক ক্ষতি
মেহেরপুরে শিলাবৃষ্টিতে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে। এতে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
জেলার মুজিবনগর উপজেলার যতারপুর, মোনাখালী, দারিয়াপুর ও বিশ্বনাথপুর, সদর উপজেলার আমদহ, চকশ্যাম নগর, কোলা ও পিরোজপুর এবং গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ও বামুন্দি এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে।
মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের কৃষক হাবিবুর জানান, অসময়ের এই শিলাবৃষ্টিতে গম-তামাক,কলা-কচু ও আমের গুটি সহ বিভিন্ন উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ক্ষতি পুষিয়ে উঠতে কৃষকদের বেগ পেতে হবে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ড. মুহা. আখতারুজ্জামান জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এলাকা পরিদর্শন করছেন। তাদের দেওয়া তথ্য হাতে পাওয়ার পরে ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে।