‘আগামী দু-এক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন কাদের’
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘বিএনপির কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের কোনো মাথাব্যথা নেই। কারণ, রাজনৈতিকভাবে কোনো দায়িত্ব পালন করার ক্ষমতা এখন বিএনপির নেই। তাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন করারও কোনো সুযোগ নেই। জনগণের কাছে যাওয়ারও কোনো সুযোগ নেই।’
বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
হানিফ আরও বলেন, ‘ছাত্রসংগঠন হোক আর শ্রমিক সংগঠন- কোথাও যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি সব সময় উসকানি দেওয়ার চেষ্টা করে।’
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্থতা প্রসঙ্গে হানিফ বলেন, ‘ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। হয়তো আগামী দু-এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে দেশে ফিরবেন তিনি।’
এ সময় কুষ্টিয়ার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান হাজি রবিউল ইসলামসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।