কুষ্টিয়ায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,কুষ্টিয়া, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

মেলা উদ্বোধন করেন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজাদ জাহান, ছবি: বার্তা২৪

মেলা উদ্বোধন করেন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজাদ জাহান, ছবি: বার্তা২৪

কুষ্টিয়ায় ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এ মেলার আয়োজন করে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ মেলা উদ্বোধন করেন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজাদ জাহান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। 

বিজ্ঞাপন

এসময় তিনি বলেন, ‘বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। এখন আর বাংলাদেশকে পৃথিবীর কোন রাষ্ট্রের নিকট খাদ্যের জন্য ধর্ণা দিতে হয় না বরং বাংলাদেশ থেকে এখন খাদ্য উদ্বৃত্ত করেও দেশের বাইরে রফতানি করতে পারছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কৃষিবিদ সুশান্ত কুমার প্রামানিক, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ হায়াৎ মাহমুদ ও বিভাস চন্দ্র সাহা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কুষ্টিয়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা।