গাংনী‌তে আগু‌নে পুড়েছে দিনমজুরের বাড়িঘর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মেহেরপুর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আগুনে পুড়েছে দিনমজুরের বাড়িঘর, ছবি: বার্তা২৪

আগুনে পুড়েছে দিনমজুরের বাড়িঘর, ছবি: বার্তা২৪

‌মে‌হেরপুরের গাংনী উপ‌জেলার হেমা‌য়েতপুর গ্রা‌মে এক‌টি বা‌ড়ি আগু‌নে পুড়েছে গেছে। এতে বাড়িঘ‌রের সমস্ত মালামাল পু‌ড়ে যাওয়ায় প‌থে ব‌সে‌ছে দ‌রিদ্র পরিবারটি।

বৈদ্যুতিক গোলযোগে বৃহস্পতিবার (৭ মার্চ) রাত সাড়ে দশটার দি‌কে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘ‌টে।

বিজ্ঞাপন

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, হেমায়েতপুর বাজারের পাশে মকবুল হোসে‌নের আধাপাকা বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। ঘটনার সময় ছে‌লের গলা অপারেশন করার জন্য তার স্ত্রী চুয়াডাঙ্গা হাসপাতালে ছি‌লেন।

মকবুল হোসেনও ছি‌লেন হেমা‌য়েতপুর বাজারে। ফ‌লে বা‌ড়ির কোন মালামাল সরা‌তে পা‌রেন‌নি প‌রিবা‌রের লোকজন। প্রতিবেশীরা টের পে‌য়ে আগুন নেভা‌নোর চেষ্টা ক‌রে। কিন্তু আগু‌নের লে‌লিহান শিখা‌ দ্রুত ছ‌ড়ি‌য়ে পড়ায় তা নিয়ন্ত্রণের বাই‌রে চ‌লে যায়।

বিজ্ঞাপন

তাই খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। মে‌হেরপুর জেলা শহর থে‌কে ২৬ কি‌মি পথ পা‌ড়ি দি‌য়ে ফায়ার সা‌র্ভিস সদস্যরা ঘটনাস্থ‌লে আসার আগেই বাড়িঘরের সব পুড়ে যায়। এ‌তে আনুমানিক ৫ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় প্রতিবেশীরা।

এদিকে স্থানীয় সংগঠন সেবা সংস্থা তাৎক্ষনিক কিছু অর্থ সহায়তা করেছে। সহায়তা ছাড়া মকবুল হো‌সে‌নের প‌ক্ষে ঘর নির্মাণ করা সম্ভব নয় ব‌লে জা‌নি‌য়ে‌ছেন স্থানীয়রা।

এ ব্যাপা‌রে গাংনী উপ‌জেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল ব‌লেন, 'তা‌কে সরকা‌রি সহ‌যো‌গিতায় কিছু টিন দেওয়া যে‌তে পা‌রে।'