'একজন মাদকাসক্ত একটি পরিবারকে ধ্বংস করে'

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সঞ্চয় কুমার চৌধুরী, ছবি: সংগৃহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সঞ্চয় কুমার চৌধুরী, ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সঞ্চয় কুমার চৌধুরী বলেছেন, 'একজন মাদকাসক্ত ব্যক্তি একটি পরিবারকে ধ্বংস করে দেয়। ওই মাদকসেবীর কারণে ওই পরিবারটি সমাজের কোথাও মাথা তুলে দাঁড়াতে পারে না।'

রোববার (৩ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজে মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'আজ দেশের যে উন্নয়ন সেই উন্নয়নকে বাধাগ্রস্ত করবে এই মাদক। আমরা যদি এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই, তবে সমাজ থেকে মাদককে চিরতরে নির্মূল করতে হবে।'

বিজ্ঞাপন

‘জীবনকে ভালোবাসুন মাদক থেকে দুরে থাকুন, চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এই স্লো গানকে সামনে রেখে এই মাদক বিরোধী আলোচনা সভার আয়োজন করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও সরকারি সেন্ট্রাল কলেজ।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আজিজুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার নূরানি ফেরদৌস দিশা ও সরকারি সেন্ট্রাল কলেজের অধ্যাপক আজমল গণি।

বিজ্ঞাপন

পরে কলেজের ছাত্র-ছাত্রীদের শপথ বাক্য পাঠ করানো হয়। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।