কুষ্টিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান আতাউর রহমান
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনে আতাউর রহমান আতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তৃতীয় ধাপে কুষ্টিয়ায় মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল ২৬ ফেব্রুয়ারি।
ওইদিন একটিমাত্র মনোনয়নপত্র জমা পড়ে চেয়ারম্যান পদে। সেই মনোনয়নপত্রটি কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা’র। মূলত ওই দিনই আতার চেয়ারম্যান হবার বিষয়টি অনেকটাই নিশ্চিত ছিল। তবে কিছুটা শঙ্কা ছিল যাচাই বাছাইয়ে বাদ পড়া নিয়ে।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিনে আতাউর রহমান আতার মনোনয়নপত্র বৈধ থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আগামী ২৪মার্চ তৃতীয় ধাপে কুষ্টিয়ার ৬টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
ওই নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলা ব্যতীত ৫টি উপজেলায় চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুধুমাত্র সদর উপজেলায় আতাউর রহমান আতার প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আসেননি।
যেহেতু আতাউর রহমান একক প্রার্থী সে কারণে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ডজন খানেক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।