কাটাদহ মাঠে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কাটাদহ মাঠে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত। ছবি: বার্তা২৪.কম

কাটাদহ মাঠে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত। ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা-আদাবাড়িয়া সড়কের কাটাদহ মাঠের মধ্যে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ভোর রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার কৈপাল গ্রামের আব্দুর রহিমের ছেলে মাহাবুল (৪০) এবং গড়ড়া গ্রামের মছের উদ্দিনের ছেলে মুফাজ্জেল হোসেন ওরফে মুফা (৪২)।

ওসি মো. নজরুল ইসলাম জানান, রাতে কাটাদহ মাঠের মধ্যে দুই দল ডাকাত নিজেদের মধ্যে গুলি বিনিময় করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজন ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।