আ'লীগের দু'গ্রুপের সংঘর্ষ: আটক ৬

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লালমনিরহাট, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

সংঘর্ষে পুলিশের অ্যাকশন, ছবি: সংগৃহীত

সংঘর্ষে পুলিশের অ্যাকশন, ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারীতে আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, নয়ন মিয়া(২৪), রুবেল (৩৫), আব্দুল্লাহ(১৯), রনি মিয়া(২২), মোজাম্মেল হক(৪০) ও আলতাব হোসেন(৪৬)। তারা সবাই আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন।

আদিতমারী থানার ওসি তদন্ত (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে। তারা আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষের সাথে জড়িত আছে কি না সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি পুলিশ সুপার) এনএম নাসিরুদ্দিন সাংবাদিককে জানান, মনোনয়ন প্রাপ্তি ও মনোনয়ন বঞ্চিত দু'গ্রুপের সংঘর্ষে বাঁধলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ প্রায় ২০ রাউন্ড গুলি ছোঁড়ে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান,সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। তারা সবাই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এর আগে বেলা ১২টার দিকে দিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে মনোনয়ন নিয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশসহ আহত হন অন্তত ৫০ জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের রাবার বুলেট নিক্ষেপ করে।