সাবধান! ঝুঁকিপূর্ণ সেতু

  • এস এম জামাল, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঝুঁকিপূর্ণ হওয়ায় সেতুটির ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে/ বার্তা২৪.কম

ঝুঁকিপূর্ণ হওয়ায় সেতুটির ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে/ বার্তা২৪.কম

`সাবধান, ঝুঁকিপূর্ণ; ক্ষতিগ্রস্ত সেতু, সকল প্রকার যানবাহন চলাচল নিষেধ। আদেশক্রমে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।‘ কথাগুলো লেখা কুষ্টিয়া-প্রাগপুর সড়কের ভেড়ামারা উপজেলার ৩ নং সেতুতে। যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে এ সেতু দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকদের।

সেতুটি দিয়ে পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলাসহ ঢাকাগামী বাসগুলো জেলা শহরে চলাচল করে থাকে। ভেড়ামারা-দৌলতপুর সড়কটি কুষ্টিয়া জেলা সদরের সাথে ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার সহজ সড়ক যোগাযোগ মাধ্যম।

বিজ্ঞাপন

এছাড়াও বারোমাইল, খাড়ারা, খাদিমপুর, চণ্ডিপুর, চাঁগ্রাম,মণ্ডলপাড়াসহ বিভিন্ন এলাকার হাজারো মানুষের সাইকেল, মোটরসাইকেল, রিকশা, ভ্যান, অটোরিকসা, সিএনজিসহ বাস-মিনিবাস চলাচল করে থাকে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গঙ্গা-কপোতাক্ষ (জিকে) ক্যানেলের ৩ নং সেতুটি অনেক পুরনো। মাস ছয়েক আগে সেতুর পূর্বাংশের নিচের দিকে ফাটল ধরায় দেবে যাওয়ার আশঙ্কা ছিলো।

বিজ্ঞাপন

এরপর থেকে দীর্ঘদিনেও আর কোনো মেরামত কাজ না করায় সেতুটি ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। গত বৃহস্পতিবার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এই সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/10/1549748023608.jpg

বর্তমানে সেতু দিয়ে রিকশা, ভ্যান, অটোরিকসা ও সিএনজি, বাইসাইকেল ও মোটরসাইকেল চলাচল করছে।

স্থানীয় সংবাদিক মাহাদী বার্তা২৪.কমকে বলেন, ‘বেশ কিছুদিন ধরেই ব্রিজটি সংস্কারের জন্য কতৃপক্ষকে অনেরাধ করেছি। কিন্তু কোনো কাজ হয়নি। দীর্ঘদিনের এই পুরনো ব্রিজে মেরামত কাজ না করায় ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।’

বাসচালক সেন্টু বার্তা২৪.কমকে বলেন, ‘এখন আমাদের অনেক ভোগান্তী হচ্ছে। ৩ নং ব্রিজ বন্ধ থাকার ফলে আবার ছয় কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। ফলে সময় ও খরচ দুটোই বেড়ে যাচ্ছে।’

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পীযুষ কৃষ্ণ কুন্ডুর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মৃন্ময় বার্তা২৪.কমকে বলেন, ‘ব্রিজটি পরিদর্শন করেছি। সেখানে তিনটা স্প্যানে ফাটল ধরেছে। আপাতত এই ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। কয়েকদিনের মধ্যে বেইলী ব্রিজ করে দেবো।’

তিনি বলেন, ‘এটির (ব্রিজ) দেখভাল করার কথা পানি উন্নয়ন বোর্ডের। তাদের সাথেও আমাদের আলাপ হয়েছে, তারা পরবর্তীতে নতুন ব্রিজ নির্মাণ করবে।’