কিশোর বাবুল হত্যা: ১ জনের মৃত্যুদণ্ড
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কিশোর বাবুল হোসেন (১৪) হত্যা মামলায় খাইরুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ওই মামলায় আরও ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত খাইরুল কুমারখালী উপজেলার কোমরকান্দি গ্রামের বাসিন্দা ওমেদ আলীর ছেলে। খাইরুলের চাচাত ভাই সামাদ প্রামাণিকের ছেলে জিকুকে (৩২) এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া বাকি আট জনের তিন মাস করে সাজা দিয়েছেন আদালত। তারা হলেন- খাইরুলের ভাই ফারুক হোসেন (৩২) এবং বাবা ওমেদ প্রামাণিক (৬০), মৃত ময়েন উদ্দিনের ছেলে আছান প্রামাণিক (৫৮), আবুল কাশেম (৪৮), ওছেল প্রামাণিক (৫০), মৃত সৈয়দ আলীর ছেলে আতিয়ার রহমান (৪০), সদর উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২৫), জুমারত আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৪২)।
মামলার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ অক্টোবর সন্ধ্যায় নিহত বাবুল হোসেনের (১৪) বাবা পলাশ উদ্দিনের বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এ সময় পলাশকে আঘাত করতে গেলে বাধা দেয় বাবুল। পরে বাবুলের ওপর এলোপাতাড়ি ভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আসামিরা। তখন গুরুতর অবস্থায় বাবুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আকরাম হোসেন দুলাল জানান, মামলাটি তদন্ত শেষে ২০১৫ সালের ১৫ মে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন কুমারখালী থানা পুলিশ। আদালত দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে আজ এ মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামিরা সবাই উপস্থিত ছিলেন।