ঘুষ দিতে গিয়ে ধরা পড়লেন আনসার কমান্ডার

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দুদক কর্মকর্তাকে ঘুষ দিতে গিয়ে গ্রেফতার হয়েছেন সাবেক আনসার কমান্ডার আশিকুর রহমান (খাম হাতে) / ছবি: বার্তা২৪.কম

দুদক কর্মকর্তাকে ঘুষ দিতে গিয়ে গ্রেফতার হয়েছেন সাবেক আনসার কমান্ডার আশিকুর রহমান (খাম হাতে) / ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রামের আগ্রাবাদে দুদক কার্যালয়ে ঘুষ দিতে এসে হাতেনাতে ধরা পড়লেন সাবেক আনসার কমান্ডার। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আটক করা হয় আশিকুর রহমান নামের সাবেক এ আনসার কমান্ডারকে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মাহবুবুল আলম বার্তা২৪.কমকে বলেন, ‘১৩ লাখ টাকা আত্মসাতের একটি মামলা দুদকে তদন্তাধীন আছে আশিকুর রহমানের বিরুদ্ধে। এই মামলা থেকে বাঁচার জন্য তিনি দুদকের কর্মকর্তাকে ঘুষ দিতে আসেন। তার বিরুদ্ধে মামলাটি দুদকের উপ-সহকারী পরিচালক জাফর সাদেক শিবলী তদন্ত করছেন।’

বিজ্ঞাপন

শিবলীকে এক লাখ টাকা ঘুষ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন আশিকুর রহমান। পরে খবর দেওয়া হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা শিউলী হাতেনাতে সাবেক কমান্ডার আশিকুর রহমানকে গ্রেফতার করেন। এ সময় আশিকুরের কাছ থেকে নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়।

আশিকুর রহমানের বিরুদ্ধে এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। তিনি বান্দরবান জেলায় আনসার বাহিনীর কামান্ডার হিসেবে কাজ করার সময় ১৩ লাখ টাকা আত্মসাৎ করেন। তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরির ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়েছে।