নদী থেকে বালু উত্তোলনে হুমকির মুখে বাঁধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

গাইবান্ধার সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই শহর রক্ষা বাঁধ ঘেষে ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে প্রভাবশালী মহল। এসব বালু কাঁকড়ায় (ট্রাক্টর) ভরে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ফলে আসন্ন বন্যায় বাঁধটি হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

জানা গেছে, পশ্চিম কোমরনই শহর রক্ষা বাঁধ সংলগ্ন নদী থেকে দীর্ঘদিন ধরে এক শ্রেণির স্বার্থান্বেষী বালু উত্তোলন করে কাঁকড়ায় ভরে শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করছে। কাঁকড়া অবাধ চলাচল করায় রাস্তা-ঘাটের মারাত্মক ক্ষতি হচ্ছে। এমনকি বাঁধ কেটে কাঁকড়া চলাচলের জন্য রাস্তা তৈরি করা হয়েছে। চারদিকে উড়ছে ধুলাবালি। ফলে বাঁধ দিয়ে পথচারীরা চলাচল করতে পারছে না।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/17/1547721958736.jpg

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এভাবে বাঁধ ঘেঁষে নদী থেকে বালু অন্যত্র বিক্রি করে দেদারছে ব্যবসা চালিয়ে আসছে। ফলে আসন্ন বর্ষা মৌসুমে শহর রক্ষা বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে এলাকাবাসীর কেউ কিছু বলার সাহস পাচ্ছে না।

এ বিষয়ে খোলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান শেখ সামাদ আজাদের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।