মেহেরপুরে মৃদু শৈত্যপ্রবাহ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মেহেরপুর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মেহেরপুরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত। ছবি: বার্তা২৪.কম

মেহেরপুরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত। ছবি: বার্তা২৪.কম

মেহেরপুরে এখন বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। গতকালও তীব্র শৈত্যপ্রবাহে নাকাল ছিল এ অঞ্চলের জনজীবন।

রোববার (১৩ জানুয়ারি) মেহেরপুর অঞ্চলে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

জানা গেছে, ভোর থেকে এলাকা থাকছে কুয়াশাচ্ছন্ন। এতে ভোর বেলায় হাঁটতে বের হওয়া মানুষের সংখ্যা কমে যাচ্ছে। তীব্র শীতের কবলে পড়ে এ অঞ্চলে বোরো ধানের বীজতলার একটি বড় অংশ নষ্ট হয়েছে। এতে বোরো ধান আবাদে চারার সংকট দেখা দিয়েছে। 

বিজ্ঞাপন

অপরদিকে ঠান্ডায় এ অঞ্চলের মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। ভোরে কর্মজীবী-শ্রমজীবী মানুষ ঘর থেকে বের হলেও চায়ের দোকানে বসেই সময় কাটাচ্ছে।