শোলাকিয়ায় সৈয়দ আশরাফের মরদেহ, জনতার ঢল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহ মাঠে নেয়া হয়েছে।

রোববার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তার মরদেহ হেলিকপ্টারে করে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জে সৈয়দ আশরাফকে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য মানুষের ঢল নামে। শোলাকিয়ায় জানাজা শেষে তার মরদেহ জন্মভূমি ময়মনসিংহে নিয়ে যাওয়া হবে। এর পর বিকেলেই ঢাকার বনানী কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

এর আগে সকাল সাড়ে ১০টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষজন তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।