সড়ক দুর্ঘটনায় সমাজসেবা কর্মকর্তা নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লালমনিরহাট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম / ছবি: বার্তা২৪

সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম / ছবি: বার্তা২৪

মাহিন্দ্রের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লালমনিরহাটের আদিতমারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম (৩০) নিহত হয়েছেন।

শনিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর কাকিনা সড়কের গংগাচওড়া শেখ হাসিনা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম রংপুরের মিঠাপুকুর এলাকার বাসিন্দা। তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

সহকর্মীর মৃত্যুর খবরে পেয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দেখতে যান আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান এবং উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা।

ইউএনও আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার (৩ জানুয়ারি) তার নানীর মৃত্যুর খবরে ছুটি নিয়ে বাড়ি যান সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম।

তিনি আরও জানান, রোববার (৬ জানুয়ারি) অফিসে যোগ দিতে শনিবার (৫ জানুয়ারি) বিকেলে মোটরসাইকেল যোগে কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। সন্ধ্যায় গংগাচওড়া শেখ হাসিনা সেতু এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্র তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন শরিফুল ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।