কুষ্টিয়ায় কঠোর নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ায় ভোট দিচ্ছেন হাসানুল হক ইনু, ছবি: বার্তা২৪

কুষ্টিয়ায় ভোট দিচ্ছেন হাসানুল হক ইনু, ছবি: বার্তা২৪

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় জেলার মোট ৫৬৫ টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। সকালের শীত উপেক্ষা করে সীমিত সংখ্যক ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেছে।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/30/1546148748304.JPG

তবে সময় বাড়ার সাথে সাথে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ছে। ভোট সুষ্ঠু করতে কুষ্টিয়ায় ৬৪৭ জন সেনা সদস্যসহ পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা আসলাম হোসেন জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে কুষ্টিয়ায় হেভিওয়েট প্রার্থী মাহবুবউল আলম হানিফ সদর আসনের কুষ্টিয়া সরকারি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। এছাড়া তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কুষ্টিয়ায় ভোট প্রদান করেছেন।