গাংনীতে নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ
মেহেরপুর-২ (গাংনী) আসনের অর্ন্তগত উপজেলার ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রামে নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৬ ডিসেম্বর) দিনগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে নির্বাচনী ক্যাম্পের আসবাবপত্র ও পোস্টার পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলাডাঙ্গা গ্রামে মেহেরপুর-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাহিদুজ্জামান খোকনের কয়েকটি নির্বাচনী ক্যাম্প রয়েছে। ভোলাডাঙ্গা পশ্চিমপাড়ায় আবু বক্করের চায়ের দোকানের পাশের নির্বাচনী ক্যাম্পে প্রচারণা শেষে নেতাকর্মীরা রাতে বাড়ি চলে যান। গভীর রাতে দুর্বৃত্তরা ক্যাম্পের আগুন দেয়। এতে ক্যাম্পের অধিকাংশই পুড়ে যায়। রাতেই আশেপাশের লোকজন টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আগুনের সতত্যা পাওয়া গেছে। কারা এর সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করা হয়েছে। জড়িতদের আটকে অভিযান চলছে।’