চকবাজার ট্রাজেডিতে সংসদে শোক প্রস্তাব গ্রহণ

  • সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পুরান ঢাকার চকবাজার এলাকার চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনের শুরুতেই নিহতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রস্তাবের কথা জানান স্পিকার।

বিজ্ঞাপন

স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, 'গত বুধবার (২০ ফেব্রুয়ারি) চকবাজারে ভয়াল অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনায় মৃত্যুবরণকারীদের প্রতি জাতীয় সংসদ গভীর শোক ও দু:খ প্রকাশ করছে। জাতীয় সংসদ মৃত্যুবরণকারী ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করছে ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। সেই সাথে অগ্নিকাণ্ডের আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করছে।'

এ সময় তিনি শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণের জন্য সংসদ সদস্যদের প্রতি অনুরোধ জানান। এরপর প্রস্তাবটি গ্রহণ করা হয়।