বিএনপি বাংলাদেশের রাজনীতির কলঙ্ক

  • কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ব্রাহ্মণবাড়িয়া: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,‘সৎ রাজাকার বলে কোনো শব্দ নাই। পরহেজগার জঙ্গি বলে বাংলাদেশে কিছু নাই। রাজাকার ও জঙ্গিরা হল মানুষরূপী দানব। আর সেই দানবদের পৃষ্ঠপোষক হল বিএনপি ও খালেদা জিয়া। তারা বাংলাদেশের রাজনীতির কলঙ্ক।’

বৃহস্পতিবার (২৬ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়াইল ইউনিয়নের খারঘর গণকবর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ইনু বলেন, ‘১৯৭৫ সালে জেনারেল জিয়ার হাত ধরে রাজনীতিতে খালেদা জিয়া ও বিএনপির বিষবৃক্ষ রোপণ হয়েছিল। সেই বিষবৃক্ষকে রাজনীতি ও ক্ষমতার বাইরে রাখতে হবে।’

মন্ত্রী আরও বলেন,‘৭৫-এর পর বিএনপির আমলে রাজাকার ও খুনিদের পুরস্কৃত করা হয়েছিল। আসুন রাজনীতির ময়দান থেকে রাজাকার ও অপরাধীদের আগাছা পরিষ্কার করি। অপরাধ, রাজাকার ও জঙ্গিমুক্ত করে শান্তির বাংলাদেশ গড়ে তুলি।’

নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, ‘কে নির্বাচনে আসবে, কে আসবে না সেটি বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হল যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া এবং সাংবিধানিক পদ্ধতি রক্ষা করা। বিএনপি একটি নিবন্ধিত দল। তারা নির্বাচন করলে করবে। তবে রাজাকার, জঙ্গি এবং দুর্নীতির সাজাপ্রাপ্ত অপরাধীদের নির্বাচন না করাই ভালো।’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও আওয়ামী লীগের মধ্যে মহাঐক্য আছে এবং থাকবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গত ১০ বছর ধরে জাসদ-আওয়ামী লীগ মহাঐক্যের মধ্যে রয়েছে। ভবিষ্যতেও থাকবে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসদের স্থায়ী কমিটির সদস্য শাহ জিকরুল আহমেদ, নাট্য অভিনেতা নাদের চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম প্রমুখ।

খারঘর গণকবরের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে মন্ত্রী নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাসদের আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।