সকল দলের অংশগ্রহণে নির্বাচন চায় ভারত: জাতীয় পার্টি
বাংলাদেশে গণতন্ত্র বজায় থাক এটা চায় ভারত। শুধু তাই নয় সকল দলের অংশগ্রহণে বাংলাদেশের জাতীয় নির্বাচন দেখতে চায় দেশটি।
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বৃহস্পতিবার (২৬ জুলাই) এক প্রেস বিফ্রিং-এ একথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বুধবার (২৫ জুলাই) ভারত সফর শেষে দেশে ফিরেছেন। এ সম্পর্কে প্রেস ব্রিফিং করার কথা ছিল। শেষ মুহূর্তে এরশাদ অসুস্থ থাকায় প্রেস ব্রিফিং-এ আসেননি।
একটি প্রেস রিলিজ পাঠ করে সংবাদ সম্মেলন শেষ করা হয়। কোনো প্রশ্ন নেওয়া হয়নি।
তিনি বলেন, এ সফর নিয়ে আলোচনা, জল্পনা- কল্পনা হয়েছে। ধুম্র জাল ছিন্ন করতেই এই প্রেস ব্রিফিং।
এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টির সঙ্গে ভারতের সম্পর্ক ছিল গভীর এবং এটা আরো গভীরতর হচ্ছে। জাতীয় পার্টি আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারবে বলে আমরা ভারতে জানিয়েছি।
বরিশাল সিটি নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দিয়েছে বলে জানান তিনি।
ভারতে এরশাদের সফর সঙ্গী ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, মেজর মোঃ খালেদ আখতার (অব.)।
পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বিফ্রিং-এ উপস্থিত ছিলেন।