যানজট ঈদ যাত্রাকে দুঃসহ করে তুলেছে: ড. কামাল

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ড. কামাল হোসেন, ফাইল ছবি

ড. কামাল হোসেন, ফাইল ছবি

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ঈদ উপলক্ষে বাড়ি ফেরা যাত্রীদের কাছ থেকে অধিক ভাড়া আদায় ও যানজট ঈদযাত্রাকে দুঃসহ করে তুলেছে।

শনিবার (১০ আগস্ট) সকালে গণমাধ্যমে পাঠানো এক  বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

একই বিবৃতি দলটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়াও দিয়েছেন।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন: 'এবার ঈদের প্রাক্কালে ডেঙ্গুর ভয়াবহতায় মানুষ আক্রান্ত ও আতঙ্কগ্রস্ত। সরকারের ব্যর্থতা, স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের অসংলগ্ন বক্তব্য জনগণকে ব্যথিত করে।

তিনি বলেন, এবারের বাড়ি ফেরা যাত্রীদের ট্রেন, বাস ও লঞ্চের অধিক যাত্রীবহন, যানজট, অধিক ভাড়া আদায়, যাত্রাকে দুঃসহনীয় করে তুলেছে। তারপরও আমরা কামনা করি দেশের মানুষ মিলেমিশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন  করুক।