'পুঁজিবাজারের টাকা সুইস ব্যাংকে পাচার হয়ে গেছে'

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আলোচনা সভায় এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আলোচনা সভায় এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, 'ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের অর্ধেক টাকা, শেয়ারবাজারের লুণ্ঠিত টাকা সুইস ব্যাংকে জমার মাধ্যমে পাচার হয়ে গেছে। ব্যাংকের অবস্থা করুণ। আপনি যদি আপনার ব্যাংকে গচ্ছিত রাখা টাকা চেকের মাধ্যমে নিতে যান, ব্যাংক দিতে পারবে না।'

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় মুক্তি মঞ্চের ব্যানারে 'দেশের সার্বিক বিরাজমান পরিস্থিতি ও উত্তরণের উপায়' শীর্ষক সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে অলি আহমদ বলে, 'দেশ স্বাধীন হলেও জনগণ স্বাধীন হয় নাই। আমাদের সকলকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। আইনের শাসন, সুশাসন, ন্যায় বিচার, মানবাধিকার, দুর্নীতি ও মাদক মুক্ত, দলীয়করণ মুক্ত বাংলাদেশ গঠন করতে হবে। আমরা একে অপরকে দোষারোপ করে দেশকে তার অভীষ্ট লক্ষে পৌছাতে পারব না। সবাইকে সত্য উপলব্ধি করতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে। এবার আমাদের সকলের লক্ষ হবে জনগণকে স্বাধীন করা। এতেই সকলের মঙ্গল হবে, দেশে শান্তি ফিরে আসবে।'

মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা এই বীর বিক্রম বলেন, 'বর্তমানে দেশে ব্যাংক আছে টাকা নাই। হাসপাতালে ঔষধ নাই, মশা মারার ঔষধ নাই। ডেঙ্গু রোগীদের চিকিৎসা নাই। আদালত আছে বিচার নাই। কথা বলার অধিকার নাই। ভয়াবহ বন্যায় আক্রান্তদের জন্য রিলিফ নাই। ঘরে ভাত নাই, পকেটে টাকা নাই। সমাজে মনুষ্যত্ব নাই। সংসদ সদস্যরা আছে কিন্তু নির্বাচিত নন। পার্লামেন্ট আছে বিরোধী দল নাই। লোহার রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়। কারো কোনো মাথা ব্যথা নাই।'

বিজ্ঞাপন

একই সভায় উপস্থিত নাগরিক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, 'সরকারি হিসেবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সেটা অত্যন্ত কম করে দেখানো হয়। ডেঙ্গুতে আক্রান্ত সব রোগী সরকারি নজরদারির মধ্যে নেই। চিকিৎসা নিতে আসা মাত্র ২ শতাংশ রোগী সরকারি নজরদারির মধ্যে পড়ে। ৯৮ শতাংশের কোনো তথ্য থাকে না। আবার, আক্রান্তদের মধ্যে ৮৫ শতাংশই চিকিৎসা নেয় না।'

তিনি বলেন, 'ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। অথচ কয়েকদিন আগে আমরা দেখেছি, এই ডেঙ্গু নিয়ে সরকারের স্বাস্থ্যমন্ত্রী এবং সিটি করপোরেশনের দুই মেয়র কী বাগাড়ম্বর করেছেন, অনর্থক বিরোধী দলীয় রাজনীতিবিদদের দোষারোপ করেছেন।'

সভায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীর প্রতীক, নিউ নেশন পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার প্রমুখ।