ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন খালেদা

  • সেন্ট্রাল ডেস্ক ১
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে দীর্ঘ ৩ মাস চিকিৎসা শেষে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার ভোররাত আড়াইটার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে দেশের উদ্দেশে রওনা হন তিনি। খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, হিথ্রো বিমানবন্দরে খালেদাকে বিদায় জানান ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ জোবায়দা রহমানসহ লন্ডন বিএনপির নেতাকর্মীরা। বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়ার অবতরণের কথা রয়েছে। তাকে অভ্যর্থনা জানাতে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি গ্রহণ করেছেন বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।