হাসপাতালে ব্যারিস্টার মওদুদ, নেওয়া হতে পারে সিঙ্গাপুর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ / ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ / ছবি: সংগৃহীত

রাজধানীর অ্যাপোলো হাসাপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে। তাকে সিঙ্গাপুর নেওয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে।

রোববার (৫ মে) দুপুর ৩টার দিকে শারিরীক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে তাকে ব্যক্তিগত চিকিৎসকরা দেখছিলেন।

বিজ্ঞাপন

ব্যারিস্টার মওদুদের ব্যাক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্যারের শারীরিক অবস্থা এখনো জানা যায়নি। স্যারকে অ্যাপোলো হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে। উনার স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদ হাসপাতালে রয়েছেন। আমরা চেষ্টা করছি সিঙ্গাপুর নেওয়ার।’

তিনি আরও বলেন, ‘গতকাল (শনিবার) রাতে হঠাৎ স্যারের বুকে ব্যাথা উঠে শ্বাসকষ্ট বেড়ে যায়। রাত থেকে ব্যক্তিগত ডাক্তাররা দেখছিলেন। কিন্তু অবস্থার পরিবর্তন না হওয়ায় দুপুরে অ্যাপোলোতে নেওয়া হয়। এখন চেষ্টা করছি যতদ্রুত সম্ভব সিঙ্গাপুর নেওয়ার।’