ফণীর আঘাতে ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির ত্রাণ কমিটি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির লোগো, ছবি: সংগৃহীত

বিএনপির লোগো, ছবি: সংগৃহীত

 

ফণীর আঘাতে বাংলাদেশে উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে ত্রাণ কার্যক্রম চালাতে জাতীয় ত্রাণ কমিটি গঠন করেছে বিএনপি।

বিজ্ঞাপন

রোববার (৫ মে) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'সামুদ্রিক ঝড় ফণীর আঘাতে বাংলাদেশে উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকা সমূহে জরুরি ভিত্তিতে দলের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম চালানোর জন্য বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে আহ্বায়ক এবং ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিনকে সদস্য সচিব করে একটি ত্রাণ কমিটি গঠন করা হয়েছে।' 

এই কমিটিতে রয়েছেন সংশ্লিষ্ট জেলা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং বরিশাল, বরগুনা, সাতক্ষীরা, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।