সস্তা স্লোগান দিলে চলবে না, রাস্তা বের করতে হবে: মির্জা ফখরুল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় প্রেসক্লাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি: বার্তা২৪.কম

জাতীয় প্রেসক্লাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি: বার্তা২৪.কম

শুধু সস্তা স্লোগান দিয়ে কথা বললে চলবে না, পরিবর্তনের জন্য সঠিক রাস্তা বের করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, 'আমাদের মনে রাখতে হবে, রাজনীতিতে স্থির বলতে কিছু নেই। স্থিরভাবে কোনো কিছু থাকে না। এটা সবসময় পরিবর্তন হতে থাকে। শুধুমাত্র সস্তা স্লোগান দিয়ে কথা বললে চলবে না। আমাদেরকে রাস্তা বের করতে হবে, পথ বের করতে হবে। সেই পথ কিভাবে সঠিক হয় চিন্তা করতে হবে।'

বিজ্ঞাপন

রোববার (৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা-৭ আসনের সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর চতুর্থ শাহাদত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

সস্তা স্লোগান দিলে চলবে না, রাস্তা বের করতে হবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, 'বিচার বিভাগসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। দেশে আজ আইন ও বিচার ব্যবস্থা না থাকায় আমাদের জন্য কাজ করা খুবই কঠিন হয়ে গেছে।'

বিএনপি মহাসচিব বলেন, 'খালেদা জিয়ার সুচিকিৎসা দরকার। কারারুদ্ধ অবস্থায় তাঁর স্বাস্থ্যের কিছু হলে এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। সরকার তার জামিন দিতে সরকার ভয় পায়।'

রাজনৈতিক প্রতিহিংসার কারণে নাসির উদ্দিন পিন্টুকে কারাগারে হত্যা করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এনী, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ সহ আরও অনেকেই।