সাংবাদিক মাহফুজ উল্লাহ’র মৃত্যুতে ড. কামালের শোক

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ড. কামাল, ছবি: সংগৃহীত

ড. কামাল, ছবি: সংগৃহীত

বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট মাহফুজ উল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গণফোরামের সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন।

শনিবার (২৭ এপ্রিল) সন্ধায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে ড. কামাল হোসেন বলেন, ‘সাংবাদিক, কলামিস্ট, লেখক, প্রগতিশীল রাজনৈতিক সংগঠক ও বিশিষ্ট বুদ্ধিজীবী মাহফুজ উল্লাহ আজ শনিবার মৃত্যুবরণ করেন। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি।’

তিনি বলেন, ‘মাহফুজ উল্লাহর মৃত্যুতে গভীর শোক ও তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

শনিবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১০টায় ব্যাংককের বামরুনগাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাংবাদিক মাহফুজ উল্লাহ। শনিবার রাত সাড়ে ১১ টায় মরহুমের মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

মরদেহ স্কয়ার হাসপাতালের মর্গে রাখা হবে। আগামীকাল রোববার বাদ জোহর রাজধানীর গ্রীন রোড ডরমেটরি মসজিদে প্রথম জানাজা এবং বাদ আসর জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

মৃত ব্যাক্তির শেষ ইচ্ছা অনুযায়ী সরকারের অনুমতি সাপেক্ষে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে মরদেহ দাফন করার কথা রয়েছে বলেও জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।