স্বাস্থ্য পরীক্ষায় সিঙ্গাপুর যাচ্ছেন ড. কামাল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ড. কামাল হোসেন / ছবি: বার্তা২৪

ড. কামাল হোসেন / ছবি: বার্তা২৪

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুর যাচ্ছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। সঙ্গে তার স্ত্রী হামিদা হোসেন থাকার কথা রয়েছে।

সোমবার(৮ এপ্রিল) দুপুর ১২ টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুর যাবেন। গণফোরামের মিডিয়া কর্মকর্তা লতিফুল বারী হামিম বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ড. কামাল হোসেন আজ (সোমবার) দুপুর ১২ টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুর যাবেন। সেখানে ৩ থেকে ৪ দিন অবস্থান করবেন।’

সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবার কথা রয়েছে বলেও জানান তিনি।

এর আগে ২০ জানুয়ারি রাতে শারীরিক চেকআপে সিঙ্গাপুর গিয়েছিলেন ড. কামাল হোসেন। ২৫ জানুয়ারি ফেরার কথা থাকলেও ভিসা জাটিলতায় টানা ৮ দিন পর ২৯ জানুয়ারি দেশে ফেরেন তিনি।