নৌকার পক্ষে কাজ করায় বিএনপি নেতা বহিষ্কার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সিরাজগঞ্জের এনায়েতপুরে বহিষ্কৃত বিএনপি নেতা লিয়াকত আলী/ ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের এনায়েতপুরে বহিষ্কৃত বিএনপি নেতা লিয়াকত আলী/ ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকার বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করে নৌকার পক্ষে কাজ করাসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন এনায়েতপুর থানা বিএনপি সিনিয়র সহ-সভাপতি গাজী দিলীপ আহমেদ।

বিজ্ঞাপন

তিনি জানান, থানা বিএনপির সভাপতি লিয়াকত আলী গত বছর ধরে দলীয় কোন্দল সৃষ্টির পাশাপাশি নানা অনিয়ম করে আসছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে কাজ না করে কৌশলে নৌকার বিজয়ে কাজ করেছেন। এ বিষয়ে থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গণস্বাক্ষর দিয়ে কেন্দ্র ও জেলা বিএনপির কাছে সংশ্লিষ্টতার ছবিসহ অভিযোগ দায়ের করেন।

বিষযটির তদন্ত শেষে কেন্দ্রীয় বিএনপি লিয়াকত আলীকে বহিষ্কার করে। পরে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত একটি চিঠি গত ২৪ মার্চ তাকে পাঠানো হয়। যার অনুলিপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপিকে পাঠানো হয়।

এ ব্যাপারে লিয়াকত আলীর ব্যবহৃত ফোনে বারবার যোগাযোগ করেও তা বন্ধ পাওয়া গেছে।