গর্জে ওঠা ছাড়া কোনো বিকল্প নাই: নজরুল ইসলাম

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান / ছবি: বার্তা২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান / ছবি: বার্তা২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘যখন অন্যায়ভাবে আমার মাকে (খালেদা জিয়া) বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়, তখন এর বিরুদ্ধে প্রতিবাদ করে গর্জে ওঠা ছাড়া আর কোনো বিকল্প দেখি না।'

শনিবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের মৈত্রী মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টির ত্রি-বার্ষিক চতুর্থ জাতীয় কাউন্সিলে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান আলোচকের বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেত্রী খালেদা জিয়া এরশাদের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর আপসহীন লড়াই করেছেন। সেই আপসহীন দেশনেত্রী গণতন্ত্রের মা খালেদা জিয়া অসুস্থ। তিনি এত অসুস্থ ছিলেন না। তাকে একটি পরিত্যক্ত কারাগারে স্যাঁতসেঁতে পরিবেশে রাখার কারণেই এবং তাকে উপযুক্ত চিকিৎসা না দেওয়ার কারণে আজকে তিনি মৃত্যুর পথ গুনছেন। কিন্তু মৃত্যুর ভয় তিনি কোনোদিন করেন নাই। আপস করেন নাই।’

তিনি আরও বলেন, ‘যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছিলাম, সেই গণতন্ত্র আজ আর নাই। গণতন্ত্রের বাহন হল নির্বাচন। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। গণতান্ত্রিক সমাজে জনগণ তাদের প্রতিনিধিদের নির্বাচিত করেন। তারা সরকার চালায়। কিন্তু আমরা সবাই জানি গত ৩০ তারিখের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৯ তারিখ দিবাগত রাতে। এই নির্বাচনে জনগণ ভোট দেয় নাই। ভোট দিয়েছে সরকারি কর্মচারী আর আওয়ামী লীগের কর্মীরা। তাদের পাহারা দিয়েছে পুলিশ, বিজিবি এবং র‌্যাব। ফলে আজকে যারা নির্বাচিত হয়েছেন তারা জনগণের ভোটে নির্বাচিত নন। আর যারা জনগণের ভোটে নির্বাচিত না হয়ে ক্ষমতায় থাকেন, তাদেরকে বৈধ সরকার বলার কোনো যুক্তিগত কারণ নাই।’

কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলে- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব এম এম আমিনুর রহমান প্রমুখ।