ছাত্রদলের মিছিলে বাধা দেয়ায় পুলিশকে পিটুনি

  • সেন্ট্রাল ডেস্ক ৪
  • |
  • Font increase
  • Font Decrease

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর থেকে প্রতিবছর এ দিনটিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে। এ উপলক্ষে মিছিল করে চট্টগ্রাম মহানগর শাখা ছাত্রদল। কালো পতাকা প্রদর্শন ছাড়া মিছিলের অনুমতি মিললেও কালো পতাকা হাতে নেওয়াতে পুলিশ মিছিলে বাধা দেয়। মিছিল করার সময় বাধা পেয়ে ছাত্রদলের কর্মীরা চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মোড়ে পুলিশের এক কনস্টেবলকে পিটিয়েছেন। শুক্রবার বিকেলে বিএনপির সমাবেশে যোগ দেওয়ার সময় এ ঘটনা ঘটে। ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী চট্টগ্রাম নগর বিএনপি শুক্রবার বিকেলে দলীয় কার্যালয় চত্বরে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। এ উপলক্ষে দুপুরের পর থেকে নগরীর কাজীর দেউড়ি মোড়ে দলীয় নেতা-কর্মীরা জড়ো হন। কিন্তু দলীয় লোকজন কালো পতাকা প্রদর্শন করতে পারবে না—এ শর্তে পুলিশ কাজীর দেউড়ির মোড় থেকে বিএনপিকে মৌখিকভাবে তাৎক্ষণিক মিছিলের অনুমতি দেয়। শর্ত মেনে নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেমের নেতৃত্বে বেলা ৩টা ৩৫ মিনিটে একটি মিছিল কাজীর দেউড়ি মোড় থেকে বের হয়। দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে যাওয়ার সময় শর্ত ভঙ্গ করে ছাত্রদলের কিছু নেতা-কর্মী কালো পতাকা প্রদর্শন করছিলেন। তখনই পুলিশের এক সদস্য কয়েকজন কর্মীর কাছ থেকে পতাকা কেড়ে নেন। এতে পুলিশের সাথে বিএনপি’র নেতা কর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কালো পতাকা কেড়ে নেওয়ায় ছাত্রদলের সাত-আট সদস্য ওই পুলিশ সদস্যকে ঘোরাও করে কালো পতাকা আবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ওই পুলিশ সদস্যকে পতাকার কঞ্চি দিয়ে নেতা-কর্মীরা পিটুনি দেন। এরপর অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে ছাত্রদলের নেতা-কর্মীরা পালিয়ে যান। কিন্তু বিক্ষোভ অংশ নেওয়া লোকজনের সংখ্যা বেশি হওয়ায় তাৎক্ষণিক পুলিশ পাল্টা কোনো ব্যবস্থা নেয়নি। স্থানীয় পুলিশ জানায়, কাজীর দেউড়ি মোড়ে একজন কনস্টেবলের ওপর মিছিলকারীরা চড়াও হয়েছেন। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।