মুমূর্ষু অবস্থায় হাসপাতালে সাবেক মন্ত্রী আমিনুল হক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ব্যারিস্টার আমিনুল হক / ছবি: সংগৃহীত

ব্যারিস্টার আমিনুল হক / ছবি: সংগৃহীত

মুমূর্ষু অবস্থায় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হককে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, বিএনপির এই ভাইস চেয়ারম্যান দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত। সিঙ্গাপুর থেকে তাকে ফেরত এনে বুধবার (১৩ মার্চ) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসাপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে সিসিইউতে রাখা হয়েছে। ইতোমধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে দেখা করেছেন।

দলের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

আমিনুল হক রাজশাহী-১ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রীসভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।