যা করণীয়, তা করবো: ড. কামাল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাশেদ সোহরাওয়ার্দীর শোক সভায় ড. কামাল হোসেন সহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা/ ছবি: বার্তা২৪.কম

রাশেদ সোহরাওয়ার্দীর শোক সভায় ড. কামাল হোসেন সহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা/ ছবি: বার্তা২৪.কম

জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষদের সাথে ভাঁওতাবাজি করা হয়েছে। এই জন্য জাতীয় ঐক্যফ্রন্টের যা করণীয় আছে তা করবেন বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পুত্র প্রয়াত রাশেদ সোহরাওয়ার্দীর শোক সভায় তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে গণফোরাম।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, 'আজকে মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করছেন। গণতন্ত্র সংবিধানের মূলনীতি এবং সেই উদ্দেশ্যে আন্দোলন করে আসছি। ৩০ তারিখে (৩০ ডিসেম্বর, জাতীয় সংসদ নির্বাচন) যেটা ঘটেছে, সেটা মানুষের সাথে এক ধরণের ভাঁওতাবাজি। এটা দু:খজনক।’

‘পরের দিন সকালে বললেন, আমি তো পাঁচ বছরের জন্য এসে গেছি। এটা আমরা মনে করি ১৬ কোটি মানুষকে অপমান করা হচ্ছে। তাদের অধিকার থেকে বঞ্চিত করে এটা বলা সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে। আমি বিশ্বাস করি ১৬ কোটি মানুষ এটা মেনে নেবে না এবং আমাদের যা করণীয় আছে আমরা তা করবো।'

একই সভায় জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ‘হাজার হাজার গায়েবি মামলা, বিনা বিচারে বছরের পর বছর মানুষ কারাগারে আছেন, ওদেরকে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া মুক্ত করা যাবে না। আজকে যারা ক্ষমতায় আছে, এদের মধ্যে মানবিক মূল্যবোধ নেই, মানুষের প্রতি মায়া মমতা ভালোবাসা নেই।’

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ঐক্যফ্রন্টের নেতা ব্যারিস্টার মইনুল হোসেন, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।