সোহরাওয়ার্দী-পুত্রের মৃত্যুতে গণফোরামের শোক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছেলে রাশেদ সোহরাওয়ার্দী/ ছবি: সংগৃহীত

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছেলে রাশেদ সোহরাওয়ার্দী/ ছবি: সংগৃহীত

গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পুত্র রাশেদ সোহরাওয়ার্দীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গণফোরাম। রাশেদ সোহরাওয়ার্দী যুক্তরাজ্যে রবার্ট অ্যাশবি নামে পরিচিত ছিলেন।

শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মতিঝিলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত গণফোরাম সভাপতি পরিষদের সভায় এ শোক প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

গণমাধ্যমে পাঠানো গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধের পর দেশে-বিদেশে জনমত গঠনের অন্যতম সংগঠক রাশেদ সোহরাওয়ার্দী বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) লন্ডনে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মত রাশেদ সোহরাওয়ার্দীও গণতন্ত্র, আইনের শাসন, বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য কাজ করে গেছেন।