সুবর্ণচরের নির্যাতিতার খোঁজ নিতে যাচ্ছে বিএনপি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে স্বামী-সন্তানদের বেঁধে রেখে গণধর্ষণের শিকার হওয়া নারীর খোঁজ খবর নিতে বিএনপির নেতারা যাচ্ছেন। বিএনপি মহাসচিবসহ অন্তত ১৫ জন সিনিয়র নেতা আগামীকাল শনিবার (৫ জানুয়ারি) সেখানে যাবেন।

শুক্রবার (৪ জানুয়ারি) বিকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, বিএনপি নেতারা শনিবার সকাল ৭টায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হবেন। নেতাদের সফরসঙ্গী হবেন খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সিএসএফ সদস্যরা।

উল্লেখ্য, ধানের শীষে ভোট দেওয়ায় ৩০ ডিসেম্বর দিবাগত রাত ১২টার দিকে ১০ থেকে ১২ জনের একদল যুবক ঐ নারীর ঘরে ঢুকে প্রথমে স্বামী-স্ত্রী দুজনকে মারধর করেন। পরে স্বামী ও সন্তানদের ঘরের মধ্যে বেঁধে রেখে ঐ নারীকে ঘরের বাইরে পুকুরপাড়ে নিয়ে গণধর্ষণ করেন।

ধর্ষণের শিকার নারীর দাবি, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা সবাই স্থানীয় চর জুবলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য রুহুল আমিনের লোক। এ ঘটনায় হওয়া মামলায় এখনো পর্যন্ত মোট ছয় জনকে আটক করেছে পুলিশ।