এজেন্টদের বের করে নৌকায় সিল মারা হচ্ছে: রিজভী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী/ ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী/ ছবি: সংগৃহীত

ভোট শুরু হাওয়ার পর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত সারা দেশে শতাধিক আসনে জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়াসহ নৌকা প্রতীকে সিল মারা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৩০ ডিসেম্বর) একাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন। 

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘আওয়ামীলীগের কর্মীসহ র‌্যাব-বিজিবি-পুলিশ তাণ্ডব চালিয়ে সারাদেশে রাতেই নৌকায় সিল মেরেছে। এখন পর্যন্ত আমরা হিসাব করতে পারিনি কতটি আসনে সন্ত্রাসী ঘটনা ঘটেছে। কোথাও কোথাও রাতে ৩০ শতাংশ ভোট বাক্সে ভর্তি করা হয়েছে।’ 

রিজভীর যেসব আসনে ভোটের অনিয়মের কথা বলেছেন তা হিসাব করলে ১২১টি হয়। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, মেহেরপুর, ভোলা, কুমিল্লা, ফেনী, কুষ্টিয়া, জয়পুরহাট, চাপাইনবাবগঞ্জ, বগুড়া, বাগেরহাট, ফরিদপুর, টাঙ্গাইল, কক্সবাজার, জামালপুর, বরগুনা, বরিশাল, পঞ্চগড়, চুয়াডাঙ্গা, দিনাজপুর, সিরাজগঞ্জ, জামালপুর, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মনবাড়ীয়া, শেরপুর, পিরোজপুর জেলার বিভিন্ন আসনে রাতে নৌকা মার্কায় সিল মারা হয়েছে।

বিএনপির এই মুখপাত্র বলেন, 'সকালে ধানের শীষের এজেন্ট কেন্দ্রে যেতে চাইলে তাদের বাধা দেওয়া হয়েছে। যারা কেন্দ্রে প্রবেশ করেছিল তাদেরকে জোর করে বের করে দেওয়া হয়েছে। 

শনিবার রাতে টাঙ্গাইল-২ আসনের শিমলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যা করেছে।'

‘সকালে নিজের কেন্দ্রে শ্যামপুর মডেল হাইস্কুলে ভোট দিতে যাওয়ার সময় ঢাকা-৪ আসনের ধানের শীষের প্রার্থী সালাহ উদ্দিন আহমেদকে গুলি করা হয়। তিনি এখন অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন।’