বিদেশি সাংবাদিকদের সঙ্গে ড. কামালের মতবিনিময় বিকালে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন/ ছবি: বার্তা২৪.কম

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন/ ছবি: বার্তা২৪.কম

একাদশ সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে আসা আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। এ মতবিনিময় সভায় বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। 

আজ শনিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের মিডিয়া উইংয়ের সদস্য লতিফুল বারি হামীম।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গতকাল (শুক্রবার) পুরানা পল্টনে অবস্থিত জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয় ভবন জামান টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এভাবে কতদিন যে থাকে তার ঠিক নেই। কার্যালয়ে কোনো কার্যক্রম চালানো যাচ্ছে না। সেই জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ মতবিনিময় সভা আহ্বান করা হয়েছে।’ 

এর আগে বিকাল ৩টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ৪টায় সংবাদ সম্মেলন করবেন ড. কামাল হোসেন।