খালেদার যাবজ্জীবন জেল চায় দুদক

  • সেন্ট্রাল ডেস্ক ১
  • |
  • Font increase
  • Font Decrease

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব আসামির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউশন। দুদক আইন অনুবিভাগের মহাপরিচালক মো. মঈদুল ইসলাম জানান, এ মামলায় আসামিরা আইনের ব্যত্যয় ঘটিয়েছেন। এতে আসামিরা সাজা পাওয়ার যোগ্য। রায় দুদকের পক্ষে এলে তা প্রসিকিউশনের সফলতা প্রমাণ হবে। অপরদিকে খালেদা জিয়ার পক্ষে ৫ আইনজীবী নির্দোষ দাবি করে তার খালাস চেয়েছেন। রায় ঘোষণাকে কেন্দ্র করে বর্তমানে রাজনৈতিক অঙ্গনে টানটান উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার সকালে গুলশানের বাসভবন থেকে বিশেষ আদালতে যাবেন।