চট্টগ্রামে জাপার গাড়িবহরে হামলা, আহত ৩

  • স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হামলায় ভাঙচুর করা একটি গাড়ি, ছবি: বার্তা২৪

হামলায় ভাঙচুর করা একটি গাড়ি, ছবি: বার্তা২৪

নির্বাচনী প্রচারণার শেষে ফেরার পথে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও তিন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন বলে দাবি করছে দলটি।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুর দুইটায় উপজেলার জলদি মিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনা বিষয়ে জানতে মাহমুদুল ইসলামকে ফোন করে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/27/1545903206872.gif

তবে তার নির্বাচনের আহ্বায়ক তারেক মিয়া বার্তা২৪.কমকে বলেন, 'এখন পর্যন্ত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন ইটের আঘাতে আহত হয়েছেন।'

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন হামলার বিষয়টি স্বীকার করলেও গাড়ি ভাঙচুর ও নেতাকর্মী আহত হওয়ার বিষয়টি সত্য নয় বলেন জানান। তিনি বার্তা২৪.কমকে বলেন, 'দু একটি ইট পাটকেল নিক্ষেপ হয়েছে। কেউ আহত কিংবা গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।'

এর আগে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার চ্যাখেরখিল এলাকা থেকে নিরাপত্তাজনিত শঙ্কায় বুলেট প্রুপ জ্যাকেট পরে গণসংযোগে নেমেছিলেন মাহমুদুল ইসলাম চৌধুরী।