জনগণ নয় আ’লীগের ভরসা পিস্তল-বন্দুক: মির্জা ফখরুল

  • স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল, ছবি: বার্তা২৪

নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল, ছবি: বার্তা২৪

প্রধান নির্বাচন কমিশন ও সরকারের যোগসাজশে ৫০ নেতার মনোনয়ন বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘ধানের শীষের জোয়ারে জনগণের ওপর সরকার আর ভরসা করতে পারছে না। তাদের ভরসা এখন রাষ্ট্রের যন্ত্র শক্তির উপর। তারা পিস্তল-বন্দুকের ওপর ভরসা পাচ্ছে জনগণে নয়।’

বিজ্ঞাপন

বুধবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে নয়টায় রংপুরের মডার্ন মোড়ে বিএনপি সমর্থিত প্রার্থী রিটা রহমানের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রায় ৪ হাজার মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে পাঁচ লাখের মতো। আওয়ামী লীগ সরকারের গত পাঁচ বছরে ৯৮ হাজার মামলা হয়েছে। আসামির সংখ্যা ২৫ লাখের উপরে। এখনও প্রতিদিন দলের নেতা-কর্মী ও সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে। এভাবে দেশ চলতে পারে না। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র চাই। জনগণ পরিবর্তন চায়।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের যাঁতাকলে পড়ে মানুষ আজ দিশেহারা। তাদের নির্যাতনে অত্যাচারে আজ সারাদেশ একটা কারাগারে পরিণত হয়েছে। বাংলাদেশের হাতে হাতকড়া পড়া হয়েছে। কারাগার থেকে বেরিয়ে আসতে চাই। অন্ধকার থেকে আলোতে আসতে চাই। গণতান্ত্রিক রাষ্ট্র চাই।’

সরকারের লোকজনরা বিএনপির নেতা-কর্মীদের উপর প্রতিদিন হামলা চালাচ্ছেন এমন অভিযোগ তুলে ধরে ফখরুল ইসলাম বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র নেতাদের ওপর হামলা হচ্ছে। হত্যার উদ্দেশ্যে প্রকাশে মারা হচ্ছে। রক্তাক্ত করা হচ্ছে। এ এক ভয়াবহ পরিস্থিতি। তবুও আমরা নির্বাচনে আছি। এটি বিএনপির আন্দোলনের অংশ।’

রংপুর মহানগর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের সভাপতিত্বে পথসভাতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, রংপুর-৩ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী রিটা রহমান, রংপুর মহানগরের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু প্রমুখ।